|
Date: 2023-12-31 11:03:42 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নওগাঁ- ৪৯ মান্দা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী নাহিদ মোর্শেদ বাবুকে বিজয়ী করার লক্ষে ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের পাড়া মহল্লায় সাধারণ মানুষের সাথে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ।
জানা গেছে, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভারশোঁ ইউপির ৯টি ওয়ার্ডে নেতাকর্মীদের সাথে নিয়ে পাড়া মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের দারে দারে গিয়ে আওয়ামী লীগ সরকারের আমলের উন্নয়ন মূলক কাজ তুলে ধরে উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছেন তিনি।
ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর সুমন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সর্বোচ্চ যাচাই-বাছাই করে নাহিদ মোর্শেদ বাবুকে নৌকার মনোনয়ন দিয়েছেন। সেই জন্য আমরা ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউপিবাসী মিলে সর্বোচ্চ পরিশ্রম করে নৌকার মাঝি নাহিদ মোর্শেদ বাবুকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।
© Deshchitro 2024