জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের পক্ষে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা আদায় করেছেন নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর মণ্ডলপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে বিচারক জরিমানা করেন।

জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক খান দুলালের পক্ষে নির্বাচনী প্রচারণার লক্ষ্যে পোড়ারচর-সাজালেরচর সড়কের পাশে কান্দারচর মণ্ডলপাড়া এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গেটসহ নৌকা প্রতীকের বিশাল তোরণ নির্মাণ করা হয়। নির্মিত ওই তোরণে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবিসহ 'নৌকায় ভোট দিন' লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়। এঘটনার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালতে বিচারক মো: শাহনূর রহমান তোরণ নির্মাণকারীদের পাঁচশত টাকা জরিমানা করেন। একই সঙ্গে নির্মিত নৌকা প্রতীকের তোরণ ভেঙে ফেলা হয়।


উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারণার লক্ষ্যে উপজেলা শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে স্টেশন মোড় এলাকাসহ

উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে, টুংরাপাড়া ব্রিজপাড়, চন্দনপুর মোড় এবং কড়ইতলা মোল্লাহ বাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গেটসহ নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করা হয়। নির্মিত ওইসব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবিসহ 'নৌকায় ভোট দিন' লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়। 


এনিয়ে গত বুধবার (২৭ ডিসেম্বর) আজকের পত্রিকার অনলাইন ভার্সনে খবর প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচর হয়। পরদিন

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত নৌকা প্রতীকের ওইসব তোরণ ভেঙে ফেলা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, 'নির্বচনী প্রচারণায় গেট এবং প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না। এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।'


সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'আজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার লক্ষ্যে গেট ও নৌকা প্রতীকে তোরণ নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগ গত বৃহস্পতিবার বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের তোরণ ও গেট ভেঙে দেওয়া হয়েছে। কোনো প্রার্থীর পক্ষে গেট কিংবা তোরণ নির্মাণ না করার বিষয়ে আইনানুসারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে আজ থেকে নতুন করে একজন ম্যাজিস্ট্রেট যুক্ত হয়েছে। সার্বক্ষণিক দুইজন ম্যাজিস্ট্রেট নির্বাচনী কাজ পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে যাচ্ছে।'

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024