মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের কলেজ রোডস্থ দি নিউ লাইফ হসপিটাল এর সামনে অনুষ্ঠিত ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। ক্যাম্পেইনে টেকনেশিয়ান হিসেবে উপস্থিত থেকে ব্লাড গ্রুপ নির্ণয় করে দেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা'র সভাপতি আজহারুল ইসলাম অনিক, সহ-সভাপতি :মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বিষ্ণু হাজরা রাজু, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, সহ-দপ্তর সম্পাদক অমিত রায় দেব, প্রচার সম্পাদক শান্ত মৃধা,সহ-প্রচার সম্পাদক: শাওন দোসাদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, কার্যকরী সদস্য রমজান আলী, মোঃ মাসুম, রবি উদ্দিন প্রমুখ।

সংগঠন সূত্রে জানা যায়, চার ঘন্টাব্যাপী ক্যাম্পেইনে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024