|
Date: 2024-01-01 05:56:57 |
বেঙ্গল স্পোটিং ক্লাবের আয়োজনে শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা চাটখিল উপজেলার উত্তর সাধুরখিল বিষ্ণুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩১ ডিসেম্বর (রবিবার) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রহমত উল্লাহ আজিজা ফাউন্ডেশন বনাম শংকরপুর একাদশের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় রহমত উল্লাহ আজিজা ফাউন্ডেশন ৭ উইকেটে শংকর পুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে আমন্ত্রিত অতীথিরা বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার হিসেবে ফ্রিজ ও এলইডি টিভি তুলে দেন।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূইয়া, আয়োজক যুক্তরাজ্য প্রবাসী আহমেদ জামিল বাদল, সমাজসেবক মিজানুর রহমান ফরহাদ, ফজলে এলাহি সাকিব, প্রচার সম্পাদক বিমান শ্রমিকলীগ (সি,বি,এ) মোঃ এমদাদুল হক, যুক্তরাজ্যের সাবেক সহ-সভাপতি ছাত্রলীগ মো:তানজীর আমিন, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, নোয়াখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান ভুলু, সমাজসেবক শহীদ উল্যা ভান্ডারী প্রমূখ।
আয়োজক যুক্তরাজ্য প্রবাসী আহমেদ জামিল বাদল বলেন, মফস্বলের যুব সমাজকে মাদকের কবল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলায় মনোনিবেশ তৈরি করার লক্ষ্যে ক্রিকেট একাডেমি কার্যক্রম চালু করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
বার্তা প্রেরক
০১৮১৬৬১২৪৯৬
© Deshchitro 2024