|
Date: 2024-01-01 08:45:34 |
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)আসনে জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুল আমিন সিকদার বলেছেন উখিয়া-টেকনাফ কে কলংক মুক্ত করতে হবে।বেকার সমস্যা নিরসনের উদ্যোগ নিতে হবে।আমি সাধারণ মানুষের কথা চিন্তা করি। আমি সবার কাছে সমানভাবে থাকতে চাই। ভবিষ্যতে উখিয়া-টেকনাফের পর্যটন কেন্দ্র গুলো ঢেলে সাজাতে হবে।
রবিবার(৩১ডিসেম্বর)সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত উখিয়ার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী,শৈলের ঢেবা,টি এন্ড টি,গুচ্ছ গ্রাম,হাজম রোড ও লম্বাঘোনা
এলাকায় নির্বাচনি প্রচার-প্রচারণা ও গণসংযোগকালে এলাকাবাসী এবং ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।উখিয়ার শ্রমজীবী মানুষ লাঙ্গলের প্রতি হাত তুলে সর্মথন দেন।নির্বাচিত হলে জনগণের জন্য নিজের দরজা সবসময় খোলা থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পাটির নেতা অধ্যাপক নুরুল বশর,মোহাম্মদ হাসেম,জয়নাল আবেদীন ও রিদুয়ান।
এর আগে উখিয়ার হাতিমোরা এলাকায় গন সংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024