|
Date: 2024-01-01 09:03:26 |
বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে আনান্দে আত্বহারা হয়ে উঠে হরিন বিস্কা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। রাজশাহী গোদাগাড়ী উপজেলার হরিন বিস্কা উচ্চ বিদ্যালয়ে সোমবার (১ জানুয়ারি) সকাল থেকেই নতুন বইয়ের উৎসব শুরু হয়। স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যরাসহ অভিভাবকরাও এই উৎসবের আমেজে মেতে উঠে।
বই বিতরন উৎস অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুদ পারভেজ বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ইব্রাহীম, রিংকু টুটুলসহ অভিভাবক বৃন্দ।
সকাল ১১ টার সময় শক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন, বই উৎসবকে প্রাণবন্ত করতে সকাল থেকেই আমাদের প্রস্তুতি ছিলো। সকাল থেকে শিক্ষার্থীরাও স্কুলে আসতে থাকে।
স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুদ পারভেজ বিপ্লব বলেন, নতুন বই মানেই উৎসবের আমেজ। সকাল থেকেই নব উচ্ছ্বাস নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসে। উৎসবের আমেজে মেতে উঠে। আনন্দমূখর পরিবেশে বই বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীরা বছরের পথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত।
© Deshchitro 2024