শেরপুর জেলার ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নতুন বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। ১ জানুয়ারী ২০২৪ সোমবার বেলা ১১টায় ওই বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ৬ষ্ঠ শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত সরকারী নতুন বই ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। বই বিতরণ উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া নতুন বছরের এ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দের সভাপতিত্বে সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী ও শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার নূরুন নবী। এসময় অন্যান্যদের মধ্যে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অপরদিকে, একই সময় ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল ও উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী। এছাড়াও দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024