|
Date: 2024-01-01 16:12:14 |
গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উদযাপন ২০২৪
রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পহেলা জানুয়ারি সোমবার দুপুরে পাঠ্যপুস্তক উদযাপন উৎসব ২০২৪খ্রিঃ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোহতাসিম বিল্লাহ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধা করেণ গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে'র প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন, সভাপতিত্ব করেন, বিদ্যালয়ে'র ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক ভূঁইয়া, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দু এবং শিক্ষার্থীদের অভিভাবক বিন্দু।
এরপর ছাত্রছাত্রীদের মাঝে নতুন বছরের নতুন পাঠ্যপুস্তক তুলে দেন প্রধান অতিথি বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিবুল হাসান।
এরপর মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাবেয়া সুলতানা ও এক ঝাঁক খুদে শিল্পী গান নিত্য আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করেন।
© Deshchitro 2024