আশাশুনি উপজেলার খাজরায় প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের আশাশুনি স্বাস্থ্য কবমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মৃত হানেফ গাজীর ছেলে সোলায়মান ইসলাম বাদী হয়ে থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, প্রতিপক্ষরা বাদীর বসতবাড়ির উঠান দিয়ে যাতয়াত করে থাকে। বাদী কাজের তাগিদে অধিকাংশ সময় বাইরে থাকে। এসুযোগে প্রতিপক্ষের জিয়ারুল গভীর রাতে যাতয়াতের পথে বাদীর ঘরের জানালা দিয়েূ উকি মেরে তার স্ত্রীর চলাচল ও গতিবিধি লক্ষ্য করা ও ঘরের চালে ইটমেরে ভীতির সৃষ্টি করে আসছিল। এনিয়ে একাধিকবার সংযত হতে বললে না মেনে ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র শুরু করে। এরই রেশ ধরে বুধবার (১২ অক্টোবর) দুপুর ১২.৫০ টার দিকে খাজরা গ্রামের নূর বক্স গাজীর ছেলে জিয়ারুল, জহুরুল, খায়রুল, ইয়াছিনসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা লাঠি শোটা, দা, কুড়াল, শাবল নিয়ে বাড়িতে অনাধিকার প্রবেশ করে বাদী, তার পুত্র আবু বক্কর (১২), স্ত্রী হামিদা, ভাগ্নে আজিজুল ও ভগ্নিপতি নূর হোসেনের উপর হত্যার উদ্দেশ্যে মারপিট, হাড়ভাঙ্গা ও রক্তাক্ত জখম, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে জীবন নাশের হুমকী দিয়ে চলে। গুরুতর আহত বাদী, পুত্র আবু বক্কর, স্ত্রী হামিদা, ভাগ্নে আজিজুল ও ভগ্নিপতি নূর হোসেনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024