|
Date: 2024-01-02 06:21:32 |
কালু মিয়া বিয়ে করেছে
বড় লোকের বেটি!
শ্বশুর বাড়িতে খাইবে নাকি
রুই মাছের পেটি।
বিয়ে হলো সবে ক'দিন
ঝগড়া বিবাদ ঘরে!
উঠতে বসতে বউ'যে তাকে
যৌতুকের খুটা মারে।
কালু মিয়া পাইনা খেতে
ক'দিন ধরে বাড়ি!
নয়ন দুটি সাক্ষী দিচ্ছে
কয় দিনের অনাহারী।
কালু মিয়া বিয়ে করে
পড়েছে মহা বিপদ
কেমন করে দূর করি যে
বড় লোকের আপদ।
কালুর মতো খুঁইজো না কেউ
বড় লোকের বেটি!
তাহলে যে ছাড়তে হবে
বাবার ভিটা মাটি।
© Deshchitro 2024