|
Date: 2024-01-02 11:59:25 |
আগামী ৭ জানুয়ারী ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী এবং সিরাজগঞ্জ-২ আসনের (সদর ও কামারখন্দ) উপজেলা আওয়ামী লীগের দলীয় মনোনীত পদ প্রার্থী ড.জান্নাত আরা তালুকদার হেনরীকে নৌকা মার্কায় বিজয় করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ জানুয়ারি) এস.এস রোডস্থ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি রুমানা রেশমা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফরিনা মায়ার সঞ্চালনায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদীয় (সদর ও কামারখন্দ) নৌকার মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের অটিজম বিষয়ক সম্পাদক তাপসী রানী কর্মকার।
অন্যান্যদের মধ্যে সময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
© Deshchitro 2024