|
Date: 2024-01-02 13:13:21 |
লাখাইয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।
লাখাইয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৪ উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল ৯ থেকে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোছাঃ জিলুফা সুলতানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন, জেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান।
দিনব্যাপী প্রশিক্ষণ এ ৮ শত ৫২ জন ভোট গ্রহণ কর্মকর্তা অংশ নেন।
এর মধ্যে ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ২৫৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫১৬ জন পোলিং অফিসার।
© Deshchitro 2024