|
Date: 2024-01-02 14:38:05 |
টাঙ্গাইলের মধুপুরে সুবিধা বঞ্চিত ও ঝরে পড়া শিশুদের ব্যতিক্রমী পাঠশালা স্বপ্নজয়ী। এটি পরিচালনা করছে তৃতীয় লিঙ্গের লোকেরা । পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নিতে স্বপ্নজয়ী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পাঠশালাটি পরিচালনা করছে তৃতীয় লিঙ্গের লোকেরা।গত বছর শুরু হওয়া পাঠশালাটি এগিয়ে নিতে পাঠদান করছে দুজন শিক্ষক। দেখাশোনা করছে অবহেলিত তৃতীয় লিঙ্গের লোকেরা। পাঠশালাটি টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের টেকিপাড়ায় অবস্থিত।
১ জানুয়ারি সারা দেশের ন্যায় মধুপুরের এ পাঠশালাও অনুষ্ঠিত হয়েছে নতুন বছরের নতুন বই উৎসব। নতুন বইয়ের ঘ্রাণ ছড়িয়েছে শিশুদের চোখে মুখে। নতুন বছরে নতুন বই বিনা মূল্যে হাতে পেয়ে খুশি আর হাসির উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিশুদের অভিভাবকরা বছরের প্রথম দিনে হাতে নতুন বই পেয়ে খুশি।
নতুন বছর উদযাপন করেছে স্বপ্নজয়ী পাঠশালাটি। গতকাল দুপুরে পাঠশালায় আনন্দঘন পরিবেশে শিশুদের নিয়ে কেক কাটা হয়। শিশুদের মুখে নতুন দিনে নতুন বছরে কেক হাতে তুলে দেন পাঠাশালার শিক্ষিকা ও অতিথিরা। সবাই মিলে নতুন দিনে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নেন।
পরে শিশুদের হাতে বই উৎসবে নতুন বই তুলে দেন তৃতীয় লিঙ্গের নেতা প্রেমা, মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ প্রসাশনিক কর্মকর্তা জুবদিল খান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার, সমাজ সেবক সিমসাং বিশ্বাস প্রমুখ।
© Deshchitro 2024