|
Date: 2024-01-02 14:56:32 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারী নিজ ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ ও বাড়ি বাড়ি গিয়ে প্রচারণায় অংশ নেন আমরা মুক্তি যোদ্ধা পরিবার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আকবর হোসেন মিঠু।
সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি থেকে বাড়ি গিয়ে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে নৌকার সমর্থনে ভোটারদের কাছে প্রচার পত্র বিলি করেন এবং ভোট ও দোয়া কামনা করেন।
আকবার হোসেন মিঠু জানান, ৭ জানুয়ারি সকালে আপনি ও আপনার পরিবারের নৌকা প্রতীকে ভোট প্রয়োগ করে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম কে আবার ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন উপহার দেওয়ার আশ্বাস দেন।
© Deshchitro 2024