র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা ১৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মাদক কারবারি মোঃ আশাদুল ইসলাম (২০) জামালপুর জেলার সদর উপজেলার টেবিরচর গ্রামের মোঃ তাইজ উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের আমতলী চৌরাস্তা মোড়স্থ মোঃ গাজী মিয়ার চা-দোকানের সম্মুখ সড়কে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আশাদুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৬ গ্রাম হেরোইন উদ্ধার এবং সেই সাথে মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এব্যাপারে আশিক উজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারি মোঃ আশাদুল ইসলাম এক স্বীকারোক্তিতে জানায় সে জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। এব্যাপারে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024