লাখাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনের সাথে মতবিনিময়। 

লাখাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাখাইয়ের সকল অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ জানুয়ারি)  দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) ও সহকারী রিটার্নিং অফিসার নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  মাসুদুর রহমান এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোছাঃ জিলুফা সুলতানা। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। 

এতে আলোচনায় অংশ নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আবুল খায়ের,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী সামছুল আরেফিন,উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি আব্দুল মতিন,  বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সম্পদ রায় প্রমুখ। 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বলেন স্বচ্ছ, ও শান্তিপূর্ন এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন এবং এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহন করা হবে। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেন অবাধ,  সুষ্ঠু, শান্তিপূর্ন ও উতসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন  প্রস্তুতি সম্পন্ন করেছে। 

শান্তিপূর্ন ও ভোটাদের নির্বিঘ্নে ভোট দিতে পারে সে বিষয়ে সকল স্টেক হোল্ডারদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024