টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপড়ি বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করেছে প্রতিষ্ঠান কতৃপক্ষ। 

৩ জানুয়ারি বুধবার সকালে স্কুল কতৃপক্ষ এ ভর্তি লটারির আয়োজন করে। ভর্তি কার্যক্রমের এ অনুষ্ঠানে অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাপড়ি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস, চাপড়ি বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার বকুল, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, নুরুন্নবী, বাকী বিল্লাহ, মুক্তার হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত তালুকদার, সাইম আহমেদ,সাংবাদিক আলকামা সিকদারসহ প্রতিষ্ঠানের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024