জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ইউকের কমিটি গঠন করা হয়েছে। মোঃ আমির হোসেনকে সভাপতি, মোঃ আনোয়ার হোসেন কে সাধারণ সম্পাদক এবং মির্জা কামরান কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে গত ২ জানুয়ারি পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি পূর্ণ গঠনের লক্ষ্যে মোঃ খলকু মিয়া কামালীর সভাপতিত্বে ও গীতিকার জুবায়ের আহমদ হামজার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মিসবাহ চৌধুরী। বক্তব্য রাখেন সর্বজনাব- কবি জান্নাতুল ইসলাম বাবুল, মোঃ মানিক মিয়া, কবি আব্দুল মুকিত মুক্তার, মোঃ জমজম রশিদ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আমির হোসেন, মোঃ জিরা মিয়া, মির্জা কামরান, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাজ্জাদ আলী, মোঃ শাহজাহান প্রমুখ। 


বক্তারা মেয়াদ উত্তীর্ণ কমিটিকে বাতিল ঘোষণা করে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।


কমিটির সভাপতি মোঃ আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি খলকু মিয়া কামালী, সহ-সভাপতি কবি আব্দুল মুকিত মুক্তার, সহ-সভাপতি জিরা মিয়া, সহ-সভাপতি কবি ছাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক জান্নাতুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক জমজম রশিদ, সাংগঠনিক সম্পাদক মির্জা কামরান, কোষাধ্যক্ষ মোঃ সাজ্জাদ আলী, প্রচার সম্পাদক বশির আহমদ। 


বিদায়ী সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ হামজা সমাপনী বক্তব্যে বলেন পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এবং ম্যাগাজিন যথাসম্ভব শীঘ্রই প্রকাশিত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024