দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শিল্পপতি মমিন বলেছেন বেলকুচি চৌহালী বাসী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা জয় নিয়েই ঘরে ফিরবেন। এই আসনের মানুষ আওয়ামী লীগের রাজনীতি করে কোন ব্যক্তির রাজনীতি করে না। তারা পরিবার তন্ত্র এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বেলকুচি  চৌহালী চায়। থেকে বেরিয়ে আসতে চায়। আমরা এই এলাকার উন্নয়ন করেছি। মাদক, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এলাকা করতে চাই। যাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি,দল যাকে বয়কট করেছে  তাকে এই আসনের মানুষ ও বয়কট করবে। এই আসনে নৌকা বার বার জয় লাভ করেছে,এই  নির্বাচনেও তারা নৌকা মার্কায় ভোট দিবে। 

বুধবার  বিকেলে বেলকুচি উপজেলা ও পৌর আওয়ামী লীগের  আয়োজনে নির্বাচনী  জনসভার প্রধান  অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনি জনসভায় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুস সামাদ তালুকদার,  জেলা আওয়ামী লীগের  নেতা শামসুজ্জামান আলো, এ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমনসহ বেলকুচি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। সমাবেশে বিভিন্ন কেন্দ্র কমিটিও ওয়ার্ড থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়।আগামী ৭ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিবেন বলে বক্তারা আশাবাদ প্রকাশ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024