|
Date: 2024-01-03 17:09:06 |
সাধারণ সম্পাদক ও সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাকের পক্ষে ভোট করায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা: এ বি এম জাফর উল্যাহকে দল থেকে অব্যাহতির জন্য সুপারিশ করেছেন বলে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নৌকার মাঝি মামুনুর রশিদ কিরন।
মঙ্গলবার ২ জানুয়ারি রাত ৮টার বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা জানান তিনি।
তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা: এ বি এম জাফর উল্যাহ সাহেব গত কাল সোমবার বিকেলে বেগমগঞ্জ কাদিরপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে বলেন নৌকায় ভোট দিলে পিষে (ছেঁচি) দেওয়ার হুমকি দিয়েছেন।
আপনারা জানেন এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ডা: এ বি এম জাফর উল্লাহ বুধবার ৩ জানুয়ারী দুপুর ২টায় এক সংবাদ সম্মেলন আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. এ বি এম জাফর উল্যাহ বলেন, আমি নৌকার বিরুদ্ধে কিছু বলি নাই, শুধু বলেছি নৌকার প্রার্থী অযোগ্য। কিন্তু এ কথাটাকে নিজেদের গায়ে নিয়ে ভয় পাচ্ছেন নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণ সাহেব। তার পায়ের তলায় মাটি সরেগেছ, স্বতন্ত্রের পক্ষে জনগণের উচ্ছ্বাস দেখে তারা পাগল হয়ে গেছে।
এছাড়া দল থেকে অব্যাহতি সম্পর্কে তিনি বলেন, আমাকে অব্যাহতি দেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই। জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করতে নিষেধ করেননি। আমি ৭ জানুয়ারি পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীর লোক, নির্বাচনের পরদিন ৮ জানুয়ারি থেকে আমি আবারও নৌকার পক্ষে আওয়ামী লীগের সভাপতি।
ভিডিওর বক্তব্য নিয়ে ডা. জাফর উল্যাহ বলেন, আমি এলাকার বিএনপি-জামায়াত নামধারী কালসাপদের ছেঁচি (পিষে) ফেলতে বলেছি। কারণ তারা আগুন সন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে চায়। তাদেরকে এ সুযোগ দেওয়া হবে না।
নোয়াখালী-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন। তিনি দুই দুইবারের এমপি এবারও নৌকা প্রতীক নিয়ে এ আসনে নির্বাচন করছে। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ (ট্রাক) স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছেন।
© Deshchitro 2024