|
Date: 2024-01-04 10:44:22 |
উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিল (ডেবা) এর সৌন্দর্যকে তার্গেট করে একটি অসাধু সিন্ডিকেট প্রকৃতি ব্যবসায় নামিয়ে পড়েছে। প্রকৃতি হারাচ্ছে তার নিজস্ব রূপ। স্থানীয় পর্যটকদের তার্গেট করে নৌকা ভ্রমন নামে প্রশাসনের অনুমতিবিহীন জন প্রতি হাতিয়ে নিচ্ছে একশত থেকে দেড়শো টাকা। এসব চাঁদাবাজি ওপেন সিক্রেট, যেন রাজা মেরে রাজ্য দখলে নিয়েছে ফলিয়াপাড়ার প্রভাবশালী দিদার, শমশু বলি ও শুক্কুর সিন্ডিকেট। পর্যটক আকর্ষন করে প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। স্থানীয় নজরুল জানান, আগে ডেবা’য় একটি নৌকা ছিল, পর্যটক আসাতে টেকনাফ ও পালংখালী থেকে দিদার ও শমশু বলি ৪ টি নৌকা এখানে এনেছে, যার মধ্যে দুটি ইঞ্জিল চালিত নৌকা। এক নৌকায় ৬ জন তুলে ৫ মিনিট ডেবা থেকে ঘুরিয়ে ৬ শত থেকে ৯ শত টাকা হাতিয়ে নেয়। কোটবাজার থেকে আসা সুমি নামে এক স্থানীয় পর্যটক জানান, ডেবা থেকে একটি শাপলা তুললে প্রতি শাপলায় ১০ টাকা করে দিতে হচ্ছে কিছু যুবকদের।
মাছকারিয়া বিলের শাপলা সংরক্ষণ ও সিন্ডিকেটের চাঁদাবাজী বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী অফিসার উখিয়াকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
© Deshchitro 2024