|
Date: 2024-01-04 11:57:08 |
আজ ৪ জানুয়ারী বৃহস্পতিবার, বিকাল ৪টার সময় লোহাগাড়া সদর ইউনিয়ন ১নং ওয়ার্ডে সওদাগর পাড়া শাহপীর এবতেদায়ী মাঠে নৌকার সমর্থনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লোহাগাড়ার মাটি ও মানুষের নেতা লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জিয়াউল হক চৌধূরী ( বাবুল), লোহাগাড়া উপজেলা যুবলীগের আহব্বায়ক জননেতা জহির উদ্দিন, লোহাগাড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউ, পি মেম্বার বিশিষ্ট সমাজ সেবক জাফর আহমদ,লোহাগাড়া সওদার পাড়ার প্রবীন ব্যক্তিত্ব মোহাং ইসলাম, ড্রাইবার মোহাং সোলেমান, গোলাম কাদের, নুরুল আলম, মোহাং ইব্রাহিম সওদাগর , মোহাং জানে আলম, বান্টু সওদাগর সহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ ও মহিলারা উপস্থিথ ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যকাল বলেন, আগামী ৭ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী কে জয়যুক্ত করতে হবে, কেননা তিনি নির্বাচিত হলে আবারো এই্ এলাকার উন্নয়ন সাধিত হবে। তার আমলে কোন সন্ত্রাসী চাঁদাবাজী হয় নাই। সন্ত্রাসীরা সুযোগ পায় না। তিনি নির্বাচিত না হলে উন্নয়ন হবে না। জননেতা জহির উদ্দিন বলেন, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী একজন আলেমেদ্বীন। তার ন্যায় নীতি ও সততা রয়েছে। তিনি কখনো কোন অন্যায়কে সমর্থন করেনি। কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী তার কাছে সমর্থস পায় নি। তিনি আমাদের এলাকায় অবেহেলিত রাস্তাঘাট, জরাজীর্ণ রাস্তার উন্নয়ন করেছেন। তিনি আবোরো এম পি হিসাবে নির্বাচিত হলে আবারো আমাদের এলাকায় উন্নয়ন সাধিত হবে। তাই সবাইকে আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে উপস্থিথ হয়ে নৌজা প্রতীকে ভোট দিয়ে নদভী সাহেবকে জয়যুক্ত করার অনুরোধ করেন।
© Deshchitro 2024