রূপপূর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ৫৮৯ দশমিক ৬৪৩ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ এমভি আনকা সান।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে দক্ষিণ আফ্রিকার পতাকাবাহী জাহাজটি পণ্য নিয়ে স্থল বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাশিয়ার নোভোরসিস বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

শিগগিরই জাহাজের পণ্য খালাস শুরু করা হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘কনভেয়ার শিপিংয়ের’ ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর এটি রাশিয়া থেকে আসা তৃতীয় চালান। এই চালানে ১ হাজার ৫৮৯ দশমিক ৬৪৩ মেট্রিক টন মেশিনারি পণ্য এসেছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল থেকে সড়কপথে মেশিনারিজগুলো রূপপূর পারমাণবিক বিদুৎকেন্দ্রে পাঠানো হবে। এর আগে ১ আগস্ট তিন হাজার ৩২৮ মেট্রিক টন ও ১১ সেপ্টেম্বর ৯৭৮ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে আরও দুটি জাহাজ এই স্থলবন্দরে আসে

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024