বিএনপির ডাকা আগামী দুই দিনের হরতাল সফল করতে বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন শিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন।  এ সময় মিছিল থেকে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সংসদ নির্বাচনের ভোট বর্জনের দাবিতে ৬ ও ৭ জানুয়ারি দুই দিনের হরতাল ডেকেছে বিএনপি। হরতাল সফল করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় নগরীর বগুড়া রোডের কাজী অফিস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বগুড়া রোড খামারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে দুই দিনের হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়।এদিকে, মিছিলের শেষ মুহূর্তে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024