|
Date: 2024-01-05 10:03:27 |
কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোষ্টে ২০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক করেছে বিজিবি।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ, এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলেন, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্টে একটি অভিযান পরিচালনা করে ৬০,০০,০০ টাকা মূল্যমানের ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া হতে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস থামানো হয়। বাস চালক মোঃ ইসলাম (৩৯) উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার বিল এলাকার নুরুল ইসলাম ছেলেকে সন্দেহ হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করেন।
অধিনায়ক জানান, তল্লাশী করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৬০,০০,০০০ টাকা মূল্যের ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৭৫,২১,৫০০ টাকা। বার্মিজ ইয়াবা ২০,০০০ পিস X ৩০০/-= ৬০,০০,০০০/- মাইক্রোবাস ০১ টি- ১৫,০০,০০০/- এবং মোবাইল ০২টি- ২১,৫০০/-)। ধৃত আসামী- ০১ জন। উল্লেখ্য, আটককৃত আসামীকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
© Deshchitro 2024