জয়পুরহাটের কালাই উপজেলার পুনট এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী আতিক কে গ্রেফতার করেছে র‌্যাব-০৫।

গ্রেফতারকৃত ধর্ষণ মামলার আসামী আতিক (১৮), নাটোর জেলার সিংড়া উপজেলার রাধানগর এলাকার মাসিদুল ইসলামের ছেলে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড  কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাট জেলার কালাই পুনট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে। 

মামলার বিবরণে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর ছয় বছরের শিশু কণ্যা মোছাঃ জাদু বালা (ছদ্মনাম) কে খাবারের লোভ দেখিয়ে গ্রেফতারকৃত আসামী আতিক তার নিজ শয়ন কক্ষে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টার এক পর্যায়ে মোছাঃ জাদু বালা (ছদ্মনাম)  কৌশলে ঘর থেকে বের হয়ে আসে। এ ঘটনায় সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা রুজু হলে আসামী আতিক আত্মগোপনে চলে যায়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আতিক জয়পুরহাটের জেলার কালাই থানাধীন পুনট এলাকায় আত্মগোপনে থাকাকালে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ০৪ জানুয়ারি সন্ধায় তাকে গ্রেফতার করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024