অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোঃ ইব্রাহিম মোল্লা রাজু ৭ জানুয়ারীর নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


শুক্রবার (৫ই জানুয়ারী) বিকালে দৈনিক দেশচিত্র পত্রিকার এক স্বাক্ষাতকারে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।


তিনি দৈনিক দেশচিত্রকে বলেন ৭ তারিখের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছেন। সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণমূলক নির্বাচন না হলে নির্বাচন পরবর্তীকালীন সময়ে বাংলাদেশ একটি বিশাল অর্থনৈতিক ও বাণিজ্যিক ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে বলে মনে করেন এই নব্য অর্থনীতিবীদ ও মানবাধিকার কর্মী।


বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন। এই পরিস্থিতিতে যদি বাহিরের রাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ পড়ে যায় তাহলে তা থেকে পুনরায় ঘুরে দাঁড়ানোটা সহজ হবেনা বলে মনে করেন তিনি।



তিনি বলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ নির্বাচন নিয়ে ১০ দফা মানবাধিকার সনদ গ্রহণ করে নির্বাচন হলে এই সংকট থেকে রেহাই পাওয়া যেতে পারে।


বাংলাদেশের জন্য অ্যামনেস্টির দেওয়া ১০ দফা মানবাধিকার সনদ হলোঃ


১. মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখান, তা রক্ষা করুন।


২. প্রতিবাদকে সুরক্ষা দিন।


৩. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করুন।


৪. গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটান।


৫. নারীর অধিকার রক্ষা করুন।


৬. ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষা করুন।


৭. মৃত্যুদণ্ড বিলোপ করুন।


৮. জলবায়ু সংকট মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক, টেকসই পদক্ষেপ নিন।


৯. হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটান।


১০. করপোরেট দায়বদ্ধতা ও শ্রম অধিকার সমুন্নত রাখুন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024