জানুয়ারি  সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি দল। 

পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনায় মূহুর্তেই চারিদিকে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।


ফতুল্লা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার এহসানুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।


ফতুল্লা থানার ওসি নূরে আযম জানান, বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024