|
Date: 2024-01-06 07:16:35 |
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় হরতাল কে সমর্থন জানিয়ে মিছিল বের করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৬ জানুয়ারি) সকালে মহাসড়কের নুরীতলা ও হাড়িখোলা এলাকায় ওই মিছিল বের করা হয়। এসময় তারা নির্বাচন বর্জন করার আহবান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক মো. রাজিব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল খান, গণতান্ত্রিক কৃষক দল চান্দিনা উপজেলা সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক আল মামুন, সহ-সভাপতি আশীষ কান্তি বিশ্বাস, গণতান্ত্রিক কৃষক দল চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব এলাহী, মহিচাইল ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক হুমায়ুন মুহুরী, মহিচাইল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি আহমেদ আলী মুহুরী, গণতান্ত্রিক যুবদল নেতা মাহফুজ, ফারুক, খোরশেদ মেম্বার, আবদুল হালিম, শরীফ, মো. সফিক, ডা.রিপন, ডা.ফারুক, দেলোয়ার, মাসুদ, আক্তার, সোহেল, আহাম্মদ আলী, আশিষ, রুবেল, বাচ্চু, রব, বশির, আনিছ, আলিম, কামরুল, এনাম সহ চান্দিনা উপজেলা এলডিপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
© Deshchitro 2024