|
Date: 2024-01-06 09:05:42 |
মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া ( চট্টগ্রাম)
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম সাংবাদিককে বলেছেন, কাল ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আজ সকাল থেকে স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বক্সসহ প্রয়োজনীয সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হচ্ছে। প্রত্যেক কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্যরা অবস্থান করবেন। কেন্দ্র দখল করার চেষ্ঠা করলে কঠোর আইনের আওতায় নিয়ে আসা হবে।কোন ধরণের নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটনার চেষ্ঠা করলে কঠোর হাতে দমন করা হবে। । ওসি আরও জানান, নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে লোহাগাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ৩ প্লাটুন, বিজিবি ৬ প্লাটুন, এপিবিএন ফোর্স ২ প্লাটুনসহ বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। ইউএনও মহোদয়ের সাথে সমন্বয় করে আমরা মাঠে কঠোর অবস্থানে রয়েছি। কেন্দ্রে কেন্দ্রে আমাদের ফোর্স থাকবে। গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে। কেন্দ্র দখলের কোন সুযোগ নেই। ভোটাররা এবারের নির্বাচনে ভোট কেন্দ্র গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলেও তিনি জানান
© Deshchitro 2024