ঝিনাইদহের কালীগঞ্জে আলোচিত তৃতীয় লিঙ্গের প্রথম ইউপি চেয়ারম্যান  নজরুল ইসলাম ঋতুর ইয়াবা সেবনের এক ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শনিবার রাতে তার ইয়াবা সেবনের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তিনি উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত ইউপি নির্বাচনে দেশের মধ্যে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের মধ্যে তিনিই একমাত্র ইউপি চেয়ারম্যান হবার স্বীকৃতি পেয়েছিল। 

ওই নির্বাচনে ঋতু  স্বতন্ত্র থেকে ভোট যুদ্ধে অংশ নিয়ে ৫ হাজার ২৮ ভোটের ব্যাবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। একজন নির্বাচিত চেয়ারম্যান হয়ে ঋতুর ইয়াবা সেবনের ন্যাক্কারজনক দৃশ্যটি দেখে সাধারন মানুষের মাঝে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় বয়ে চলেছে। তবে, চেয়ারম্যান ঋতুর  ভার্ষ্য ওই ভিডিওটা তার ইউপি নির্বাচনের আগের ভিডিও হতে পারে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024