টাঙ্গাইলের ঘাটাইল পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা মিয়া সহ আরও তিন নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘাটাইলের বিএনপি নেতা ফারুক হোসেন সহ আরও তিন নেতাকে বহিষ্কার করে বিএনপি।

আজ শনিবার ৬ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু প্রেস বিজ্ঞপ্তিটির সত্যতা স্বীকার করে বলেন, বিএনপি প্রহসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছে। নেতাকর্মীদের আটক মামলা হামলা নির্যাতনের মুখে এই নির্বাচনে যেসব বিএনপি নেতাকর্মীদের আঁতাত করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে তাদেরকে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করছে। ফারুক হোসেন ধলার বিরুদ্ধে এরকম অভিযোগ থাকার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান মাহমুদুল হক সানু।

এ সময় তিনি জনগণকে আগামীকাল ভোট প্রদানে বিরত থাকার আহবান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024