কাছে আসার কথা বলে কত মানুষ দূরে থাকে। পাশে থেকেও কতটা দূরত্বে বসবাস। চাইলে শরীর ছোঁয়, হাত ধরে, ঠোঁট ছোঁয়। শুধু মনটাই ছুঁতে পারে না।

মন যদি সায় না দেয়, তবে শরীর সাড়া দিবে কি করে?

নিথর দেহে ক্লান্তি মিটায়, তবে মনের ক্লান্তি কে মিটাবে?দেহের খুদা মিটে যায়, তবে মনের খুদা? মিটানোর কোনো সাধ্য আছে মানুষের?

মানুষ শুধু দূরে থাকে, কাছে আসে না!

কত অপেক্ষা, কত প্রতীক্ষা নিয়ে মানুষের যৌবন ফুরায়, কে রাখে তার খোঁজ?

দিন যায় চোখের পলকে, মাস আসে, ঘুরেফিরে বছর। তারপর যুগ চলে যায়, তবুও কেউ কথা রাখে না। আসে না, কোনোদিনও আসে না। 

মিছে প্রতীক্ষায় দিন গুনতে গুনতে মানুষ হতাশার সাথে আলিঙ্গন করে! নিত্যদিন হয় হতাশার সাথে সঙ্গম!শুধু সে আসে না। যার আসার কথা ছিল, ভালোবাসার কথা ছিল, ঠোঁট ছুঁয়ে দিবে বলে আর দেয় না!

মানুষ নিথর দেহে নজর দেয়, তবে মনটা যে নিথর হয়ে পড়ে থাকে, সে দিকে কারো নজর নেই। কাছে আসবে বলে কতটা দূরত্বে বসবাস তার! আসে না–ভালোও বাসে না। 

হতাশায় নিমজ্জিত হয়ে মানুষের যৌবন ফুরায়, তবু প্রতীক্ষা ফুরায় না– আকাঙ্খা ফুরায় না। 

লেখক : প্রণব মন্ডল, কবি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024