|
Date: 2024-01-07 03:03:52 |
স্নিগ্ধ সকাল। ভোট কেন্দ্রে এসেছেন এক বৃদ্ধ। নাম তার গিয়াসউদ্দিন (৬৫)। ভোট দেবেন তাই দিনের শুরুতেই নাগরিক এই অধিকার প্রয়োগ করেই বাড়ী ফিরতে চান।
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সরাকরি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর কথা হয় এই বৃদ্ধের সাথে। তিনি বলেন, ভোট যখন দিতেই হবে তাই ভীড় বাড়ার আগেই দিয়ে দিলাম।
কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে আসনে মোট ভোটার ১৬ লক্ষ ৫০ হাজার ৯৬০ জন। মোট কেন্দ্র ৫৫৬ টি। ৪ আসনে সংসদ সদস্য প্রার্থী ২৬ জন, যার মধ্যে রয়েছে ২ জন নারী, অন্যদিকে প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র ৬ জন। ১০ টি রাজনৈতিক দল দলীয় প্রতিকে অংশ নিচ্ছে কক্সবাজারের ৪ টি আসনে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগের সংবাদ পাওয়া যায়নি।
© Deshchitro 2024