|
Date: 2024-01-07 09:20:46 |
কটিয়াদীতে ফুটপাতে বেড়েছে শীতবস্ত্র বিক্রি
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ফুটপাতে বেড়েছে শীত বস্ত্র বিক্রি। পৌষ- মাঘ দুই মাস শীতকাল।পৌষ মাসের আজ ২৩ তারিখ। শীতের তীব্রতাও মোটামুটি বেশী।গত কয়েক দিন যাবৎ ঘন কুয়াশা পড়েছে। তার সাথে বেড়েছে শীতের তীব্রতাও। ঘন কুয়াশার জন্য সকালে সূর্য্যের আলো ১০টার আগে দেখা যায় না।
গত কয়েক দিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতের কাপড়ের দোকানে ভীড় করছে ক্রেতা সাধারন। শীতের নতুন কাপড়ের দাম তুলনামূলক বেশী হওয়ায় নিম্ন আয়ের মানুষ ফুটপাতেই শীতের কাপড় কিনতে স্বাচ্ছন্দ বোধ করে। দোকানের তুলনায় কিছুটা কম দামে ফুটপাতে কাপড় কিনতে পাওয়া যায়।
মার্কেটের দোকানে সাধারন একটি শীতের কাপড় কিনতে সবনিম্ন এক হাজার টাকা লাগে। যা নিম্ন আয়ের মানুষের পক্ষে কিনা কষ্টসাধ্য এবং অনেকের সেই সামর্থ্য ও নেই। তাই তারা একান্ত বাধ্য হয়ে ঝুঁকেছে ফুটপাতের দোকানে। ফুটপাতের দোকান থেকে ১০০টাকা থেকে ২০০ টাকার মধ্যে শীত নিবারনের জন্য কাপড় কিনতে পারছেন।
গতকাল সন্ধ্যায় কথা হয় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় কটিয়াদী সরকারী কলেজের পশ্চিম পাশে সি এন্ড বি রোডে ফুটপাতে শীতের কাপড় কিনতে আসা একজন ক্রেতার সাথে। তিনি জানান মার্কেটের দোকান থেকে শীতের কাপড় কিনার সামর্থ্য আমাদের নেই। তাই এখানে এসে নিজের সাধ্যের মধ্যে শীতের কাপড় কিনতে পারছি।
ফুটপাতের একজন ব্যবসায়ী বলেন মার্কেটে দোনকান দিয়ে ব্যবসা করার মত পুঁজি আমাদের নেই। তিনি বলেন প্রতিদিন সকালে দোকান সাজিয়া রাত পযর্ন্ত ব্যবসা করি। সারা দিন বিক্রি করে যে টাকা লাভ হয় তা দিয়ে কোন রকম সংসার চালাতে পারি। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন আল্লাহ অনেক ভালো রেখেন। ছেলে মেয়ে নিয়ে সুখে আছি।
© Deshchitro 2024