|
Date: 2024-01-07 13:49:13 |
দিনভর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর ভোটগ্রহণ শেষে নীলফামারী-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।
রবিবার (৭ই জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা অব্ধি ভোটগ্রহণ শেষে ভোটগণনার পর রাতে নীলফামারী-১ আসনের নির্বাচনী এলাকা ডোমার ও ডিমলা উপজেলার ১৫৪টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ১৯ হাজার ৯০২টি ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো আফতাব উদ্দিন সরকারকে নির্বাচিত ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন—জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মোঃ তছলিম উদ্দিন। তিনি পেয়েছেন ২৪ হাজার ৬০১টি ভোট।
উল্লেখ্য, নীলফামারী-১ আসনে দলীয় ৬ জন ও স্বতন্ত্র একজন সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই আসনে এবার মোট ৪,২৯,০৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২,১২,২৯৬ জন নারী এবং ২,১৬,৭৯৬ পুরুষ ও দুইজন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন।
© Deshchitro 2024