|
Date: 2024-01-07 14:14:15 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৪৯,৯৬৫।
রোববার (০৭ জানুয়ারি) স্থানীয় সূত্রে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বি.এস.পি) এম নিজামউদ্দিন লস্কর একতারা মার্কা নিয়ে পেয়েছেন ৪৬৯, ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম আম মার্কা নিয়ে ভোট পেয়েছেন ১৫১।
এছাড়াও গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান মাছ মার্কা নিয়ে ভোটে পেয়েছেন শূন্য, জাকের পার্টি গোলাপ ফুল মার্কা নিয়ে মাহাবুর মোল্যা ভোট পেয়েছেন শূন্য, বাংলাদেশ কংগ্রেসের মো. সাহিদুল ইসলাম (মিটু) ডাব প্রতীক নিয়ে শূন্য ভোট পেয়েছেন।
গোপালগঞ্জ-৩, আসন নং: ২১৭ টুঙ্গীপাড়া এবং কোটালীপাড়া উপজেলা-মোট কেন্দ্র ১০৮।
মোট ভোটার ২৯০,২৯৭, পুরুষ ভোটার, ১৪৮,৬৯২ নারী ভোটার ১৪১,৬০৪।
তথ্যসূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন (১ জানুয়ারি ২০২৩ হালনাগাদ তথ্য)।
© Deshchitro 2024