|
Date: 2024-01-07 15:31:38 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসন খাগড়াছড়িতে তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এবং সংসদ সদস্য (এমপি) কুজেন্দ্র লাল ত্রিপুরা। প্রতিদ্বন্দ্বী অন্য তিন প্রার্থীর তুলনায় তিনি বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি দুই লাখ ২০ হাজার ৮শ ২৬ ভোট পেয়েছেন। তার নিকটতম কেউ না থাকলেও অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯শ ৩৮ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী উশৈপ্রু মারমা পেয়েছেন নয় হাজার ৫শ ২৬ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা পেয়েছেন আট হাজার ৪শ ৫৬ ভোট। রবিবার (৭ইজানুয়ারি)খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন।খাগড়াছড়ির নয় উপজেলার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে দুই লাখ ৫৭ হাজার ৫শ ৯৩ ভোট। এরমধ্যে বাতিল ভোট সাত হাজার ৮শ ৫৭টি। যা ৪৯ দশমিক ৯৮ শতাংশ। এদিকে ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রে কোনো ভোট পড়েনি। এরমধ্যে ১১টি পানছড়িতে, লক্ষীছড়িতে পাঁচটি এবং দীঘিনালায় তিনটি। এছাড়া দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোট পড়েনি।
© Deshchitro 2024