|
Date: 2024-01-07 16:18:34 |
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ বিপুল ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে বিজয় লাভ করেছেন। তিনি ৭৩ হাজার ৭শত ৭৪ ভোট পেয়ে সরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৬ হাজার ৬শত ৫৮ ভোট। আর তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ মজিবুর রহমান বঙ্গবাসীর ঈগল মার্কা প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৬শত ৮৪ ভোট। এর আগে আজ রোববার (৭ ই জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভোটাররা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। অ্যাডভোকেট মোঃ বিপ্লব হাসান পলাশ প্রথম বার নৌকা মার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় লাভ করেন। তার এই বিজয় অর্জনে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ জোয়ার বইছে।
© Deshchitro 2024