জাতীয় সংসদীয় আসন ২৭ কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।তিনি পেয়েছেন ৫৪ হাজার ৪'শ ৪৯ ভোট। তার নিকটতম ছিলেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ডাঃ আককাছ আলী। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৩'শ ৬০ ভোট।  রবিবার (০৭ জানুয়ারি) রাতে ঘোষিত ১৩৯টি কেন্দ্রের ফলাফলে এ তথ্য পাওয়া যায়। 


এছাড়াও তৃতীয় অবস্থানে জাতীয় পার্টি মনোনীত আব্দুস সোবহান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২'শ ৭৭ ভোট, মোঃ সাফিউর রহমান নোঙ্গর প্রতীকে পেয়েছেন ২'শ ৬০ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ হাবিবুর রহমান গামছা প্রতীকে পেয়েছেন ২'শ ২২ ভোট, তৃণমূল বিএনপির মোঃ আবদুল বাতেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১'শ ২৫ ভোট ও মোঃ মোসাদ্দেকুল আলম আম প্রতীকে ৮৭ ভোট। 
 উল্লেখ্য, আসন‌টি একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গ‌ঠিত। তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদী দ্বারা বেষ্টিত এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৪৭ হাজার ২৬১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৫৭০ এবং নারী ১ লাখ ৭৫ হাজার ৬৯১জন।অনুষ্ঠিত নির্বাচনে ৯৬ হাজার ৭'শ ৮০ ভোট প্রদান করা হয়েছে। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024