◾ স্পোর্টস ডেস্ক 


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ঘরে তুলে নিয়েছে পাকিস্তান।


নিউজিল্যান্ডের ৭ উইকেটে ১৬৩ রান তাড়া করতে নেমে পঞ্চম ওভারে দলীয় ২৯ রানে আউট হন বাবর। ১৪ বলে ১৫ রান করে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন পাকিস্তান অধিনায়ক।


এরপর তিন নম্বরে নেমে শান মাসুদকে নিয়ে রিজওয়ান ৩৫ বলে ৩৫ রানের জুটি গড়েন।


ফখর জামানের জায়গায় সুযোগ পাওয়া শান মাসুদ ২১ বলে ১৯ রান করে আউট হন খেলার ১১তম ওভারে। পরের ওভারে রিজওয়ানও ফেরেন সাজঘরে।


২৯ বলে ৩৪ রান করা রিজওয়ান সোধিকে স্লগ মারতে গিয়ে এলবিডব্লিউ হন। পাকিস্তানের সংগ্রহ তখন ১১.৩ ওভারে ৩ উইকেটে ৭৪ রান। তখন টার্গেট দাঁড়ায় ৪৯ বলে ৯০ রান।


চতুর্থ উইকেট জুটিতে হায়দার আলী ও মোহাম্মদ নওয়াজ মাত্র ২৬ বলে ৫৬ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। 


১৭তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত এক রানের মাথায় ছক্কা মারতে গিয়ে লং অনে ট্রেন্ট বোল্টকে ক্যাচ দেন আসিফ। 


এখান থেকে ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিতে সমস্যা হয়নি পাকিস্তানের।


২ ছক্কা ও ৩ চারে ১৫ বলে ৩১ রান করা হায়দার টিম সাউদির বলে আউট হন ১৬তম ওভারে। পরের ওভারে আসিফ আউট হলেও থামেনি নওয়াজের মারকুটে ব্যাটিং। সে ওভারের শেষ বলে ছক্কা মেরে সমীকরণটা ১৮ বলে ২৩ রানে নামিয়ে আনেন নওয়াজ।


ষষ্ঠ উইকেটে নওয়াজকে ভালো সঙ্গ দেন ইফতিখার আহমেদ। ১৮তম ওভারে ডাবলস ও চার মেরে মোট ১২ রান তুলে জয়ের পথ আরও সহজ করে ফেলেন ইফতিখার। 


এরপর শেষ দুই ওভারে প্রয়োজন পড়ে ১১ রান। সেখান থেকে শেষ ওভারে দরকার হয় ৪।


শেষ ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে ম্যাচটা জেতান ইফতিখার। ৩ ছক্কা ও ২ চারে ২২ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন নওয়াজ। ইফতিখার অন্য প্রান্তে ১ ছক্কা ও ১ চারে ১৪ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেন।


কিন্তু মিডল অর্ডারের শক্তিতে ম্যাচটা জিততে সমস্যা হয়নি পাকিস্তানের।


নিউজিল্যান্ডের হয়ে ১৪ রানে ২ উইকেট নেন অফ স্পিনার মাইকেল ব্রেসওয়েল। ১টি করে উইকেট সাউদি, ব্লেয়ার টিকনার ও সোধির। ৪ ওভারে ৫৮ রানে ১ উইকেট নেওয়া সোধি আজ দুঃস্বপ্নই দেখেছেন হায়দার-নওয়াজদের সামনে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024