|
Date: 2024-01-08 04:42:48 |
শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বরমী কেন্দুয়া ব্রীজ উদ্বোধন হাওয়ার কয়েকদিনের মধ্যেই গাড়ি পার্কিং এর জন্য স্ট্যান্ড বানিয়ে ফেলেছেন সিএনজি এবং অটো রিক্সা চালকরা। যার ফলে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ, তৈরি হচ্ছে যানযট।
মাত্র কয়েক দিন আগেই উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহি বরমী কেন্দুয়া ব্রীজ, এর মধ্যেই সিএনজি এবং অটোরিকশা চালকরা ব্রীজের উপর দুই সাইটে পার্কিং করে রাখছেন গাড়ি এতে করে সৃষ্টি হচ্ছে যানযট, সমস্যা হচ্ছে সাধারণ মানুষের চলাচলের।
© Deshchitro 2024