৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার তিনটি আসনের মধ্যে সবচেয়ে বেশি উত্তাপ ছড়ানো মুন্সিগঞ্জ-৩ আসনে পরাজিত হয়েছেন নৌকা প্রতীক পাওয়া আওয়ামী লীগের প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস । তাঁকে হারিয়েছেন কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব । এ ছাড়া জেলার অপর দুই সংসদীয় আসন মুন্সিগঞ্জ-১ এবং মুন্সিগঞ্জ-২ এ জয় পেয়ে নৌকার কান্ডারি হয়েছেন যথাক্রমে মহিউদ্দিন আহমেদ ও সাগুফতা ইয়াসমিন এমিলি ।


জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব কাঁচি প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী গত গত দুই বারের সাংসদ মৃণাল কান্তি দাস পেয়েছেন ৮২ হাজার ৮৩৩ ভোট । 

এদিকে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে জয় পেয়েছেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নৌকা প্রতীকের মহিউদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন ৯৫ হাজার ৮৬০ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে গোলাম সারোয়ার কবীর পেয়েছেন ৬১ হাজার ৫৪০ ভোট । আসনটির বর্তমান সংসদ সদস্য কুলা প্রতীক নিয়ে বিকল্পধারা বা


মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) আসনে এবারও জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি । তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৪৪ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা ট্রাক প্রতীকে পান ১৪ হাজার ১৯৬ ভোট । আসনটিতে এবার নিয়ে চতুর্থবারের মতো জয় পেলেন সাগুফতা ইয়াসমিন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024