সিলেটবাসীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানালেন বিএনপি নেতা এম আসকির আলী 

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :

নিখোঁজ বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী'র অনুজ ও সিলেট জেলা বিএনপি'র অন্যতম সহ-সভাপতি এম আসকির আলী গন মাধ্যম ও সামাজিক মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সিলেটবাসীকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান l সারা দেশের মতো সিলেট ২ আসন সহ সমগ্র সিলেটবাসী যে এই প্রতারণার সার্কাস নামক নির্বাচন প্রত্যাখান করেছে, বর্জন করেছে সেজন্য সিলেট ২ আসন সহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক অভিবাদন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি l এই জনপদের মাটি ও মানুষের নেতা নিখোঁজ ইলিয়াস আলীর প্রতি যে মানুষের অফুরন্ত ভালোবাসা এবং দরদ রয়েছে তার'ই বহিঃপ্রকাশ সিলেট ২ আসন সহ গোটা সিলেটবাসীর এই প্রতারণার নির্বাচনকে বয়কট করা l ন্যায় বিচার মানবতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই অঞ্চলের মানুষ তারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারই প্রমাণ দিয়েছে গোটা সিলেটবাসী এই প্রতারণার  সার্কাসকে বর্জন করে l এই জন্য নিখোঁজ ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে  বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ তথা সিলেটবাসীকে আন্তরিকভাবে শ্রদ্ধা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা l পাশাপাশি এই অঞ্চলের সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মী এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইবোন এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি রইল শ্রদ্ধা, ভালবাসা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ l ন্যায়বিচার, মানবতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল থেকে এভাবে প্রতিটি পদক্ষেপে আপনাদের অগাধ সমর্থন এবং সহযোগিতা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা রাখছি l আপনাদের এই ত্যাগ, তিতী‌‌ক্ষা এবং সমর্থন সফল হবেই ইন শাহ আল্লাহ l সংগ্রামী সালাম সহ এম আসকির আলী , সহ-সভাপতি সিলেট জেলা বিএনপি
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024