মোবাইল চার্জ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু


ময়মনসিংহের নান্দাইলে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্টে শরীফ মিয়া ওরফে সাগর (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার খারুয়া ইউপির ছালুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাগর ওই গ্রামের আব্দুল হালিম ব্যাপারীর ছেলে। সাগর পার্শ্ববর্তী  উপজেলা হোসেনপুর ডিগ্রি কলেজে বিএ ক্লাশে অধ্যয়নরত ছিল। 


নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, সাগর সকালে নিজেদের নির্মাণাধীন বিল্ডিং ঘরে পানি দেয়। পরে নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদুৎস্পৃষ্ট হয় সাগর।


এরপর পরিবারের লোকজন দ্রুত সাগরকে উদ্বার করে গফরগাঁও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।


বিকালে সরেজমিন সাগরের বাড়ী ছালুয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, সাগরের লাশ দেখতে আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব,প্রতিবেশীসহ শত শত নারী-পুরুষ ভিড় করেছেন।


স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন চুন্নু বলেন,নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয় সাগর। পরে গফরগাঁও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।সাগরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ  এবিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024