|
Date: 2024-01-09 08:06:47 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীরাই বিজয়ী হয়েছেন।মূলত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তাদের দলীয় স্বতন্ত্র প্রার্থী ছাড়া সব প্রার্থীই জামানত হারিয়েছেন।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জেলার ছয় আসনের ফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনটিতে মোট ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তারমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের এইচ এম ইব্রাহিম পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৯১ ভোট, বাংলাদেশ কংগ্রেসের আবু নাছের ওবায়েদ ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৩৩ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের একেএম সেলিম ভূঁইয়া ফুলের মালা প্রতীকে পেয়েছেন ২৮১৯ ভোট, গণফ্রন্টের মো. খোরশেদ আলম মাছ প্রতীকে পেয়েছেন ৯৭৭ ভোট।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মমিনুল ইসলাম মোমবাতি প্রতীকে পেয়েছেন ১৮৮৯ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শাহ আলম চেয়ার প্রতীকে পেয়েছেন ২০৯১ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. হারুন-অর-রশিদ (মশাল) প্রতীকে পেয়েছেন ১৮১০ ভোট। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইব্রাহিম ছাড়া বাকি সবাই জামানত হারিয়েছেন। মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ১ লাখ ৭১ হাজার ২১০টি, বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৫৫৪টি, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৭৬৪টি এবং প্রদত্ত ভোটের শতকরা হার হলো ৪৪ দশমিক ৮৯ শতাংশ।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনটিতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছেন। তারমধ্যে ১১৮ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম পেয়েছেন ৫৬ হাজার ১৮৬টি ভোট, আতাউর রহমান ভূঁইয়া মানিক (কাঁচি প্রতীক) পেয়েছেন ৫২ হাজার ৮৬৩ ভোট, জাসদের নাইমুল আহসান (মশাল) পেয়েছেন ৩৬৫ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ আবুল কালাম আজাদ (টেলিভিশন) পেয়েছেন ২১৭ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রবিউল হোসাইন (ছড়ি) পেয়েছেন ১৫৯ ভোট, জাতীয় পার্টির তালেবুজ্জামান (লাঙ্গল) পেয়েছেন ৭৫২ ভোট ও বাংলাদেশ কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম (হাতঘড়ি) পেয়েছেন ১৬১ ভোট। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক ছাড়া বাকি সবাই জামানত হারিয়েছেন। এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল এক লাখ ১০ হাজার ৭০৩টি, বাতিল হওয়া ভোটের সংখ্যা তিন হাজার ৩২৬টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ১৪ হাজার ২৯টি এবং প্রদত্ত ভোটের শতকরা হার হলো ৩১ দশমিক ৬৩ শতাংশ।
© Deshchitro 2024