|
Date: 2024-01-10 03:43:53 |
আজ বুধবার সকালে বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ। আজ সকাল আটটার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৮৮। এ স্কোরকে অস্বাস্থ্যকর বলে ধরা হয়। গতকাল মঙ্গলবার ২৪৪ স্কোর নিয়ে বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষে ছিল ঢাকা।
আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও পাকিস্তানের লাহোর। এ দুই শহরের স্কোর যথাক্রমে ২৭৮ ও ২০০।
বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
© Deshchitro 2024