প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ইতিহাসে এবারের নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নির্বাচন কমিশন অত্যন্ত কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করে নির্বাচন সুসম্পন্ন করেছে। এমন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি), সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনগণসহ সবাইকে ধন্যবাদ জানান। মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। যেহেতু জনগণ ভোট দিয়েছে, তাই যারা নির্বাচিত হয়েছে তাদের ওপর কোনো অনুযোগ রাখা যাবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। নির্বাচন নিয়ে যারা বড় খেলা খেলতে চেয়েছিল তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা প্রতিহিংসাপরায়ণ হয়ে সুযোগ খুঁজবে। এজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি। আওয়ামী লীগ সরকারে আছে বলে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে, সেটি প্রমাণ করেছি। যারা জয়ী হয়েছেন, তাদের সঙ্গে যেন কারো দ্বন্দ্ব না হয়। কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। পেছনে শত্রু লেগেই আছে। সংসদে থাকেন বা না থাকেন, দেশ মাটির কল্যাণে সবাইকে কাজ করতে হবে। এ সময় তিনি আরো বলেন, অনেকে চক্রান্ত ষড়যন্ত্র করছে দুর্ভিক্ষ ঘটানোর। সেটা যেন করতে না পারে সেজন্য উৎপাদন বাড়াতে হবে। আমাদের কোনো মাস্টার নেই, জনগণই আমাদের মাস্টার ও শক্তি। ২০৪১ এর মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, দেশ আর কোনোদিন পেছনে যাবে না। ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও আওয়ামী লীগের জয়ী হওয়ার আনন্দ পালন করবো। সবাই সেখানে উপস্থিত থাকবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024