জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধভাবে সরকারি পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। 


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা।


জানা যায়, উপজেলার খাঁড়িতা গ্রামে একটি সরকারি পুকুর অবৈধভাবে পুকুর খনন করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছিল একটি চক্র। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা সেখানে উপস্থিত হলে স্কেভেটর ও ট্রাক্টর রেখে চক্রটি পালিয়ে যায় চক্রটির অন্যতম সদস্যরা। পরে ওই চক্রটির হোতা খাঁড়িতা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা এবং একটি স্কেভেটর ও ৫টি ট্রাক্টর জব্দ করা হয়।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা বলেন, তারা অবৈধভাবে সরকারি পুকুর খনন করে মাটি বিক্রি করছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ। সেকারণেই অভিযুক্ত ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024