|
Date: 2024-01-10 06:34:10 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি কলেজ কর্তৃপক্ষ আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আব্দুল জলিল, অধ্যক্ষ ঠাকুরগাঁও সরকারি কলেজ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জিন্নাতুন নাহার এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ দুলাল উদ্দিন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ জুলফিকার আলী, আহবায়ক, জাতীয় দিবস উদযাপন কমিটি ২০২৪।
সেই সাথে উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষকবৃন্দ ও সকল শ্রেনির শিক্ষার্থীবৃন্দ।
দীর্ঘ ৯ মাস কারাভোগের পর পাকিস্তানের কারাগারে তিনি এর আগে ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লি হয়ে ঢাকা ফেরেন।
১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাকে গ্রেফতার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়।
© Deshchitro 2024